বাংলাপ্রেস অনলাইন: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে খালেদার করা অাপিলের রায় ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার।
সোমবার উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার এ দিন ধার্য করেন। এ সময় আদালতে খালেদা জিয়ার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তবে এসময় দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরসিদ আলম খান। এর আগে গত ১২ মার্চ এই মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের এই বেঞ্চ জামিন দেন। পরবর্তীতে কয়েকবার সে জামিনের মেয়াদ বাড়ান আদালত।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]