১৩ অক্টোবর ২০২৫

‘শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে বিএনপি নেতাকর্মীরা পাশে থাকবে’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ পিএম
‘শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে বিএনপি নেতাকর্মীরা পাশে থাকবে’

বাংলাপ্রেস ডেস্ক:  ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা আমাদের সংস্কৃতির এক অনন্য অংশ, যা সনাতনীদের মিলনমেলায় পরিণত হয়েছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে বিএনপির সব স্তরের নেতাকর্মী হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে।

 

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ে ভালুম (কালামপুর) আতাউর রহমান খান ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়ন, ওয়ার্ড, থানা, জেলা ও মহানগর পর্যায়ে বিএনপির স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে, যারা স্থানীয় পূজা উদযাপন পরিষদের সঙ্গে সমন্বয় করে পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে কাজ করবে। কোনো রকম সমস্যা যাতে না হয়, সেজন্য মনিটরিং টিমও গঠন করা হবে। বিএনপি দৃঢ়ভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে।

তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে সনাতনী ভাইবোনদের পাশে দাঁড়িয়েছে। গত বছর যেভাবে শান্তিপূর্ণ পূজা উদযাপিত হয়েছে, এই বছরও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।

অনুষ্ঠানে সাবেক শিক্ষক সুধার চন্দ্র সরকারের সভাপতিত্বে ধামরাই উপজেলা ও পৌরসভার অন্তর্গত ১৯৮টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এমএ জলিল, ধামরাই পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবু তাহের মুকুট, সুতি পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর চৌধুরী রুমা, ধামরাই উপজেলার শ্রমিক দলের সভাপতি হাজী লোকমান হোসেন দেওয়ান, ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আইয়ুব, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক হাজী এনায়েত হোসেন, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি খুররম চৌধুরী টুটুল, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহাজান হোসেন শিপু এবং ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন সুমন প্রমুখ।অনুষ্ঠানে নগদ অর্থ প্রদান এবং অংশগ্রহণকারীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন