
শাপলা প্রতীক না দিতে অদৃশ্য শক্তির হাত রয়েছে: নাসীরুদ্দীন


বাংলাপ্রেস ডেস্ক: শাপলা প্রতীক না দিতে অদৃশ্য শক্তির হাত রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘শাপলা ছাড়া নিবন্ধন মানবে না এনসিপি। নিবন্ধন ছাড়া একটি দল নির্বাচনে যাবে কী করে? এই কারণে নির্বাচন বাধাগ্রস্ত হলে এর দায় কিছুটা নির্বাচন কমিশনেরও থাকবে।’
নাসীরুদ্দীন বলেন, অসৎ উদ্দেশ্যে শাপলা না দেওয়ার পক্ষে নির্বাচন কমিশন (ইসি)। শাপলা, প্রতীক হিসেবে নিতে আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেনি তারা।
তিনি আরও বলেন, শাপলা প্রতীক না দিতে অদৃশ্য শক্তির হাত রয়েছে। প্রতীক দিতে হবে নয়তো ধান, সোনালী আশ, তারা বাদ দিতে হবে। শাপলা পাওয়ার জন্য গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন ‘অধিকারের প্রশ্নে কম্প্রোমাইজ করবে না এনসিপি’।
পাটওয়ারী আরও বলেন, দুই ঘণ্টার আলোচনায় শাপলা প্রতীক না দেওয়ার আইনি কোনো ব্যাখ্যা দিতে পারেনি কমিশন।
বিকেল সাড়ে ৩টার দিকে নাসিরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল কমিশনে আসে।
বৈঠকে জাতীয় লীগের মতো অকার্যকর ও বিলুপ্ত দলের নিবন্ধন দেওয়ার বিষয়ে ইসির যেসব কর্মকর্তা যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানায় এনসিপি।
এর আগে, গত ৭ অক্টোবর শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) আবারও চিঠি দেয় এনসিপি। চিঠির সঙ্গে জাতীয় প্রতীকে দৃশ্যমান শাপলার পরিবর্তে ভিন্ন ভিন্ন কয়েকটি ভার্সনে আঁকা শাপলার নমুনা ছবি যুক্ত করা হয়। একইসঙ্গে ইসির দেওয়া ৫০টি বিকল্প প্রতীকের প্রস্তাবকেও প্রত্যাখ্যান করে এনসিপি।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন


পদ স্থগিতাদেশ প্রত্যাহারের বাকি ৪৩ দিন, বিএনপিতে থাকছেন কি ফজলুর?

ফখরুলের মতোই কবিতা আবৃত্তি করে উজ্জীবিত করলেন ছোট ভাই মির্জা ফয়সল


