
শার্শায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

মোফাজ্জেল হোসেন রাজু, যশোর থেকে : যশোরের শার্শায় উপজেলা সমাজ সেবা অফিস এর আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়াম ভবনে ৩৩ জন প্রতিবন্ধীদের মাঝে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।শার্শা উপজেলা শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মÐলের সভাপতিত্বে এ সময় প্রতিবন্ধীদের মাঝে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা এসিল্যান্ড খোরশেদ আলম, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান সহ প্রমুখ।
বিপি।আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





