১৩ অক্টোবর ২০২৫

সাত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেত্রী লাবণ্য গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১০:৩১ পিএম
সাত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেত্রী লাবণ্য গ্রেফতার

বাংলাপ্রেস ডেস্ক:   রাজধানীর আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে সাত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেত্রী লাজলী আক্তার লাবণ্য চৌধুরীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) স্মাগলিং অ্যান্ড ফেক কারেন্সি টিম।

 

ট্রান্সন্যাশনাল ক্রাইম, স্মাগলিং অ্যান্ড ফেইক কারেন্সি টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাঈন উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতার লাবণ্য চৌধুরীর বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য তিনটি মামলার গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার মধ্যে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার জিআর মামলা, সিরাজগঞ্জ সদর থানার সিআর মামলা এবং বংশাল থানার সিআর মামলা রয়েছে।

ওয়ারেন্ট কার্যকর করে লাবণ্যকে গ্রেফতারের পর মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লাবণ্য নিজেকে যুবলীগের নেত্রী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত। যদিও তিনি সংগঠনটিতে কোনো আনুষ্ঠানিক পদে নেই, তবুও বিভিন্ন যুবলীগ নেত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে প্রভাব খাটাতেন বলে অভিযোগ রয়েছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন