১৪ অক্টোবর ২০২৫

শেখ হাসিনা বিশ্বের ৩৯তম ক্ষমতাধর নারী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শেখ হাসিনা বিশ্বের ৩৯তম ক্ষমতাধর নারী
নিজস্ব প্রতিবেদক : বিশ্বের ক্ষমতাধর নারীদের তালিকায় ৩৯তম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক অর্থ-বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস ২০২০ সালে এই তালিকা প্রকাশ করেছে। তালিকায় সবার শীর্ষে রয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল। তিনি টানা দশমবারের মতো শীর্ষস্থান ধরে রেখেছেন। দ্বিতীয় অবস্থানে আছেন ক্রিস্টিন লাগার্দে। তিনি ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অবস্থান তৃতীয়। এই তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন তিনি। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন। পঞ্চম স্থানে রয়েছেন মেলিন্ডা গেটস। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন আছেন ৩২তম স্থানে। ৪১তম অবস্থানে আছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেও একাধিকবার ফোর্বস সাময়িকীর বিশে^র সবচেয়ে ক্ষমতাধর নারীর তালিকায় স্থান পেয়েছেন। শেখ হাসিনা সম্পর্কে ফোর্বস সাময়িকী লিখেছে, তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন। তিনি বর্তমানে চতুর্থ মেয়াদে এ দায়িত্ব পালন করছেন। এ নিয়ে তিনি টানা তিনবার ক্ষমতায় আছেন। ফোর্বস আরও লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বর্তমান মেয়াদে খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তির মতো বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। তার চলমান সংগ্রামে বাংলাদেশে একটি দৃঢ় গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন