
শিক্ষার্থীদের আন্দোলন আমাকে আশা দেখিয়েছে : সেতুমন্ত্রী


বাংলাপ্রেস অনলাইন: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন 'শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন তাঁকে আশা দেখাচ্ছে। তিনি বলেন, ‘আমি চেষ্টা করেও পারিনি। আজ যদি সবার বোধোদয় হয় আমার বিশ্বাস উন্নতি হবে।’অনেক চেষ্টার পরও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি'
বৃহস্পতিবার ইডেন মহিলা কলেজে ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওয়ান ইলেভেনের পেছনের শক্তি আবারও ষড়যন্ত্র শুরু করেছে, সরকার হটানোর চক্রান্ত করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ‘যারা শোকাতুর মাকে ( খালেদা জিয়া) সান্ত্বনা দিতে যাওয়া প্রধানমন্ত্রীর সামনে ঘরের দরজা বন্ধ করতে পারে তাদের সঙ্গে কি সংলাপ হয়? সে পরিবেশ কি তারা রেখেছে?’
সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির রাজনীতি বিদ্বেষমূলক, ছদ্মবেশী, বিধ্বংসী।’ তিনি বলেন, ‘বাংলাদেশে এখন ওয়ান ইলেভেন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ওয়ান ইলেভেনে ডিপলিটিসাইজ করতে চেয়েছিল যে শক্তি তার সহযোগী ছিল মিডিয়ার একটি অংশ। সে অংশটি এখন আবার একটি দলের উসকানিতে একটি দলের সঙ্গে শেখ হাসিনার সরকার হটানোর চক্রান্তে নেমে পড়েছে
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন



পদ স্থগিতাদেশ প্রত্যাহারের বাকি ৪৩ দিন, বিএনপিতে থাকছেন কি ফজলুর?


