
সিলেটের নগরপিতা হিসেবে আরিফুল হক চৌধুরী আবারো নির্বাচিত


বাংলাপ্রেস অনলাইন: অবশেষে সিলেটের নগরপিতা নির্বাচন নিয়ে শেষ হলো অপেক্ষার পালা। আওয়ামী লীগ প্রার্থী বদরউদ্দিন আহমেদ কামরানের চেয়ে ৬ হাজার ২০১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী।
শনিবার (১১ আগস্ট) স্থগিত হওয়া দুই কেন্দ্রের ভোট গণনা শেষে বিএনপির প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। এনিয়ে দ্বিতীয় দফায় মেয়র নির্বাচিত হলেন তিনি।সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মোট ১৩৪টি কেন্দ্রের ফলাফলে আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৯২ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে বদরউদ্দিন আহমেদ কামরান পেয়েছেন ৮৬ হাজার ৩৯৭ ভোট।
পুনঃভোটে গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২২২১ জন। এর মধ্যে আজ ভোট পড়েছে ১৩১২টি। তার মধ্যে ধানের শীষে আরিফুল হক পেয়েছেন ১০৪৯ ভোট, নৌকায় কামরান পেয়েছেন ১৭৩ ভোট।
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন



পদ স্থগিতাদেশ প্রত্যাহারের বাকি ৪৩ দিন, বিএনপিতে থাকছেন কি ফজলুর?


