১৪ অক্টোবর ২০২৫

শিল্পী সমিতির ইফতার আয়োজনে তারকাদের মিলনমেলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শিল্পী সমিতির ইফতার আয়োজনে তারকাদের মিলনমেলা

বাংলাপ্রেস ডেস্ক: প্রতি বছরের মতো এবারো এক সঙ্গে ইফতার করলেন চলচ্চিত্র তারকারা। গতকাল শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় রাজধানীর রমনায় পুলিশ কনভেনশন হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এই ইফতার মাহফিল ছিল তারকা শিল্পীদের মিলনমেলা। এ সময় উপস্থিত ছিলেন- হাসান ইমাম, অভিনেতা ও সংসদ সদ্য ফারুক, আমিন খান, অপু বিশ্বাস, পপি, মুনমুন, রেসি, বিপাশা, বিদ্যা সিনহা মীম, আঁচল, শিরীন শিলা, সায়মন, বাপ্পী সানজু, মাহিয়া মাহি, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, অরুনা বিশ্বাস, সাদেক বাচ্চু, আলী রাজ, প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজান, নায়করাজ রাজ্জাকের দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাটসহ, চলচ্চিত্র শিল্পের কলাকুশলীরা।

এছাড়া এ সময় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পুলিশের সাবেক আইজি একেএম শহীদুল হক, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজান, মহাসচিব বদিউল আলম খোকনসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর সদস্যরা।

এ সময় মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এত তারকা একসঙ্গে দেখা যায় না। আজ এখানে এসে প্রায় সবার সঙ্গেই দেখা হয়ে গেল। আমাদের চলচ্চিত্র আরো অনেক দূর এগিয়ে যাবে, এই আশাই করছি।

ইফতার মাহফিল প্রসঙ্গে জায়েদ খান বলেন, প্রতিবারের মতো এবারো আমারা ইফতার ও দোয়া মাহফিলের আয়োজিন করেছি। সবাই ব্যস্ত থাকার কারণে আমাদের এক সঙ্গে হওয়া হয় না। আর এই ইফতার মাহফিল মানে মিলনমেলা। ইফতারকে কেন্দ্র করে প্রতি বছরই আমাদের সব সহকর্মী ও বন্ধুর সঙ্গে দেখা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন