১৪ অক্টোবর ২০২৫

সিটি ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সিটি ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
বাংলাপ্রেস ডেস্কঃ জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় দেশের অন্যতম প্রতিষ্ঠিত শিল্পপতি ও সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নূরুল হুদা চৌধুরী মঙ্গলবার এই আদেশ দেন। রাজধানীর গুলশান থানায় দায়ের করা জালিয়াতি ও অর্থ আত্মসাতের ( মামলা নম্বর ১৭৭৫) মামলায় তার বিরুদ্ধে আজ এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আজিজ আল কায়সার সিটি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক হিসাবে তিনবার ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি প্রথমবার ২০০৭ সালে এবং দ্বিতীয়বার ২০১৮ সালে ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে তিনি পারটেক্স স্টার গ্রুপের পরিচালক এবং এর বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যুক্ত আছেন। এছাড়াও তিনি ব্যাংকটির ব্রোকারেজ ও মার্চেন্ট ব্যাংক সাবসিডিয়ারি, ব্যাংকের রিটেইল ব্যাংকিং ও ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং প্রায়োরিটি ব্যাংকিং সেবা ‘সিটিজেম’ ও নারী ব্যাংকিং ‘সিটি আলো’ চালুতে অগ্রণী ভূমিকা পালন করেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন