১৫ অক্টোবর ২০২৫

সমকামীর গল্প নিয়ে সিনেমা করবেন করণ জোহর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সমকামীর গল্প নিয়ে সিনেমা করবেন  করণ জোহর

বাংলাপ্রেস বিনোদন দপ্তর : সমকামী নিয়ে সিনেমা তৈরি করতে চান বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহার। তাঁর ইচ্ছার কথা জানালেন সুইৎজাল্যান্ডে ইন্ডিয়া টুডের ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে। ডাভোসে হওয়া এই ওপেন ফোরামে হার্দিক পাণ্ডিয়া–কেএল রাহুলের কফি উইথ করণ বিতর্ক থেকে সমকামি, সবকিছু নিয়েই মুখ খুললেন করণ জোহার।

এটা সকলেই জানেন যে করণ নিজেও একজন সমকামি সম্প্রদায়ভুক্ত। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘‌আমি ওয়ার্ল্ড ইকোনমির তিনটে ফোরামে যোগ দিয়েছি এবং তিনবারই সমকামি নিয়ে আমার প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। আমার খুব প্রিয় সেসন এটা। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক যে রায়, যেখানে ৩৭৭ ধারাকে বাতিল করে দেওয়া হয়েছে, আমি তার জন্য খুব গর্ব অনুভব করি। এই রায় দেশের সমকামী সম্প্রদায়কে নতুন করে বাঁচার আলো দেখিয়েছে।

বৈধ হওয়ার যে অনুভূতি তা সত্যিই অন্যরকম। যখন তোমার দেশ তোমায় অবৈধ বলে, তখন এই অনুভূতিটা তোমায় খেয়ে ফেলে। আমার মনে হয় সুপ্রিম কোর্টের রায় বিচারব্যবস্থার ক্ষেত্রে সাহসী পদক্ষেপ। আমার মনে আছে আমি যখন সকালে এই রায়ের বিষয়ে সংবাদপত্রে পড়ছিলাম, আবেগে ভেসে গিয়েছিলাম।’‌

তিনি সমকামীদের জন্য যদি কিছু করতে চান তবে কী করবেন? ‌উত্তরে করণ তাঁর নিজস্ব ভঙ্গিমাতে বলেন, ‘‌একজন সফল পরিচালক হিসাবে আমি এই বিষয়টার ওপর ছবি তৈরি করতে চাই। আমি সমকামী প্রেম নিয়ে ছবি তৈরি করতে ইচ্ছুক এবং ছবিতে কাজ করবেন বলিউডের শীর্ষ অভিনেতারা। যদিও এখনই মাথায় নির্দিষ্ট কোনও নাম আসছে না। তবে আমি অবশ্যই এটার ওপর সিনেমা করব।’‌

২০১৩ সালে করণ জোহার ‘‌অজীব দাস্তা হ্যয় ইয়ে ফর বম্বে টকিস’‌ বলে একটি ছবি পরিচালনা করেন। ছবিতে সমকামী প্রেম এবং তাঁদের বিবাহিত জীবন কেমন হয় তা দেখানো হয়েছিল। ছবিতে রণদীপ হুডা ও সাকিব সলিম সমকামী প্রেমিকের ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিটি সমালোকদের কাছে প্রশংসিত হয়েছিল এবং দর্শকদেরও মনে ধরেছিল। করণ জানান, ‘‌তখত’‌–এর পর তিনি সমকামী প্রেম নিয়ে বলিউডে সিনেমা করবেন। ২০২০ সালে মুক্তি পাবে ‘‌তখত।’‌

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন