
স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক মহড়ায় রাশিয়া


বাংলাপ্রেস অনলাইন : রাশিয়া আগামী মাসে তিন লাখ সেনার অংশগ্রহণে সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করছে। স্নায়ুযুদ্ধের পর এটি রাশিয়ার সবচেয়ে বড় সামরিক মহড়া। তাছাড়া, স্নায়ুযুদ্ধের পর এত বিশাল বাহিনী নিয়ে রাশিয়া আর কখনো এত বড় মহড়া চালায়নি। খবর: রয়টার্স।
রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানান, মহড়ার নাম দেওয়া হয়েছে ভস্তক-২০১৮। চলবে ১১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। তিনি বলেন, এতে ৩৬ হাজার ট্যাংক, সাঁজোয়া যান এবং পদাতিক বাহিনীর সশস্ত্র যান এবং এক হাজারের বেশি যুদ্ধবিমান অংশ নেবে। চীন এবং মঙ্গোলিয়ার সামরিক ইউনিটও মহড়ায় যোগ দেবে। রাশিয়ার মধ্য ও পূর্বাঞ্চলের সামরিক অঞ্চলে অনুষ্ঠিত হবে মহড়াটি।
১৯৮১ সালে নেটোর ওপর হামলা চালানোর প্রশিক্ষণ হিসেবে সোভিয়েত বাহিনী যে বিশাল সামরিক মহড়ার আয়োজন করেছিল তার সঙ্গে ‘ভস্তক-২০১৮’ মহড়ার তুলনা করেছে শোইগু। তিনি বলেন,“ওই সময়কার জাপাদ-৮১ সামরিক মহড়ার কিছু কিছু পন্থার পুনরাবৃত্তি ঘটবে এখনকার মহড়ায়। তবে এ মহড়াটি হবে আরো ব্যাপক পরিসরে।” সাম্প্রতিক সময়ে নেটো এবং রাশিয়ার মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এ মহড়ার ঘোষণা এল।
২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেওয়া এবং পূর্ব ইউক্রেইনে রুশপন্থি বিদ্রোহীদেরকে রাশিয়ার সমর্থনকে কেন্দ্র করে নেটোর সঙ্গে দেশটির উত্তেজনা সৃষ্টি হয়। নেটোর সামরিক শক্তি বৃদ্ধিকে অন্যায় এবং উস্কানিমূলক আখ্যা দিয়েছে রাশিয়া।আর বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ভস্তক-২০১৮ মহড়া ‘ন্যায়সঙ্গত’ বলে উল্লেখ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তাছাড়া,এ মহড়ায় চীনের অংশগ্রহণও সবক্ষেত্রে দু’দেশের সহযোগিতাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে বলে মন্তব্য করেন তিনি।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





গাজা শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রীকে ‘সুন্দরী’ বললেন ট্রাম্প
