
সংবাদ সম্মেলনে রিজভী : ইসি আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নে সদা তৎপর


বাংলাপ্রেস অনলাইন: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সিইসি কেএম নূরুল হুদা ও কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নে সদা তৎপর রয়েছেন।
রোববার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, ‘নির্বাচন কমিশন কতিপয় আত্মবিক্রয়কারীর দ্বারা পরিচালিত হচ্ছে। এরা সমস্ত শক্তি দিয়ে জনগণের ভোটাধিকার চিরদিনের জন্য হরণ এবং শেখ হাসিনার মনোবাঞ্ছা পূরণে কাজ করছেন।’
তিনি বলেন, ‘সিইসি খুলনায় বললেন সীমিত আকারে ইভিএম ব্যবহার হবে। ইসি সচিব চট্টগ্রামে বললেন প্রাথমিক পর্যায়ে ৮৪ হাজার ইভিএম কেনা হবে, এগুলো শহর এলাকায় ব্যবহার করা হবে। আবার রংপুরে নির্বাচন কমিশনার কবিতা খানম বললেন ইভিএম ব্যবহার এখনো অনিশ্চিত। আসলে সিইসি ও ইসি সচিব দু’জনই আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নে তৎপর। ভোটারবিহীন নির্বাচন করার জন্য ভোটারদের গোলক ধাঁধার মধ্যে ফেলতে তারা এসব বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন। আসলে ইভিএম নামক জালিয়াতির বাক্স দিয়ে মহাজালিয়াতিতে ব্যস্ত হয়ে পড়েছেন তারা।’
রিজভী ইভিএম পদ্ধতির মাধ্যমে জনগণের ভোট ধ্বংসের ষড়যন্ত্রের জাল ছেঁড়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন




.jpg)
