১৪ অক্টোবর ২০২৫

সংবাদ সম্মেলনে সারোয়ার : পরিস্থিতি যত খারাপই হোক না কেন বিএনপি নির্বাচনের মাঠ ছাড়বে না

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
সংবাদ সম্মেলনে সারোয়ার : পরিস্থিতি যত খারাপই হোক না কেন বিএনপি নির্বাচনের মাঠ ছাড়বে না

বাংলাপ্রেস অনলাইন: ‘নির্বাচনের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার-হয়রানি করা হচ্ছে। আমাদের হাত-পা বেঁধে রাখা হয়েছে। আমরা কিছুই করতে পারছি না। আমরা হাত-পা বাঁধা অবস্থায় সাঁতার কাটছি। তবে পরিস্থিতি যত খারাপই হোক না কেন বিএনপি নির্বাচনের মাঠ ছাড়বে না।’ বলেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মজিবুর রহমান সারোয়ার। আজ রোববার বিকেলে শহরের পশ্চিম কাউনিয়ার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এসময় তিনি আরও বলেন- ‘গতকাল শনিবার থেকে সিটি এলাকায় ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। তার নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ ও সরকারদলীয় নেতাকর্মীরা হুমকি-ধমকি দিচ্ছে। আওয়ামী লীগ নিজেদের অফিস পুড়িয়ে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে হয়রানি ও গ্রেপ্তার করছে।’ বিএনপির মেয়রপ্রার্থী বলেন- ‘বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার-হয়রানি না করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। কিন্তু হাইকোর্টের আদেশ মানা হচ্ছে না। আমাদের তিনশ নেতাকর্মীকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের নেতাকর্মীদের যেখানে পাচ্ছে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে।’ তিনি বলেন- ‘নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের নেতাকর্মীরা বরিশাল ছেড়েছেন। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও বরিশাল ও আশেপাশে অবস্থান করছেন। তারা ভোটকেন্দ্রে হামলা করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু পুলিশ তাদের দেখেও না দেখার ভান করছে।’ মজিবুর রহমান অভিযোগ করে বলেন-‘বরিশালে যে পরিস্থিতি চলছে তাতে নির্বাচনের মাঠে থাকা অসম্ভব। তারপরও পরিস্থিতি যা-ই হোক আমরা শুরু থেকে শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকব। আমার নেতাকর্মীদেরও নির্বাচনের মাঠে থাকার আহ্বান জানাই।’

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন