
সংবিধানের বাইরে গিয়ে কোনো দাবি পূরণ করা সম্ভব নয়



বাংলাপ্রেস অনলাইন: ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রোববার বিকেলে সম্পাদকমণ্ডলীর সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের সংবিধানের বাইরে কোনো পরিবর্তন ও সংশোধনের সুযোগ এই মুহূর্তে নেই। নির্বাচন হবে, নির্বাচনের মূল দায়িত্ব থাকবে কমিশনের হাতে। নির্বাচনকালীন সরকার শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন কমিশনকে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ দায়িত্ব পালনে সহায়তা করবে।’
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা এবং ৭ দফা দাবি নিয়ে কথা বলেন তিনি। বলেন, সংবিধানের বাইরে গিয়ে কোনো দাবি পূরণ করা সরকারের পক্ষে সম্ভব নয়। আওয়ামী লীগ নেতারা বলেছেন, বিএনপির দাবি পূরণের জন্য সংবিধানের বাইরে গিয়ে কোনো পরিবর্তন করা সম্ভব নয়। তাই কোনো দফা দিয়ে লাভ নেই। বিকেলে আলাদা অনুষ্ঠানে তারা বলেন, অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো নির্বাচনের সময় মূল দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। আর তাদের সহায়তা করবে শেখ হাসিনার সরকার।
রাজধানীর কাকরাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় তিনি বলেন, নির্বাচন সামনে রেখে আন্দোলনে গেলে ভুল করবে বিএনপি। তিনি বলেন, ‘নির্বাচন এসে গেছে, শীতও এসে গেছে। শীতের সময়ে গরমের গল্প বলে লাভ কি। এখন আন্দোলনের কথা বলেন। আন্দোলনের সময় চলে গেছে। যতই দফাই দেন-না কেন। সাত দফা, বিশ দফা, দিয়ে যাচ্ছেন। কোন লাভ হবে না। দফা রফা হয়ে গেছে। ইলেকশনে একটাই দফা দেন। ইলেকশনে জনগণ যে রায় দেবে, হারি বা জিতি, সেই রায় মেনে নেব।’
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন


.jpg)


