
সংলাপ চেয়ে আবারো প্রধানমন্ত্রীকে চিঠি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট


বাংলাপ্রেস অনলাইন: স্বল্প পরিসরে আবারও সংলাপ চেয়ে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। শনিবার রাতে রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, এখন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতদিন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ১৪ দলের নেতাদের সঙ্গে সংলাপে বসেছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সেই সংলাপ থেকে কোনো সমাধান পাননি বলে জানিয়েছিলেন ড. কামাল হোসেন। আর বিএনপির মহাসচিব বলেছিলেন, সংলাপে তাঁরা সন্তুষ্ট নন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এই সংলাপ হয়। সংলাপে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার বিষয় তুলে ধরে তাঁর মুক্তির দাবি জানান। কিন্তু সে বিষয়ে কোনো সদুত্তর দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেদিন রাতেই ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় সংবাদ সম্মেলন করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আমরা দীর্ঘ সময় আমাদের দাবিগুলো নিয়ে আলোচনা করেছি৷ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার বিষয় তুলে ধরে তাঁর মুক্তির দাবিও করেছি। কিন্তু সে বিষয়ে আমরা সেখানে কোনো সদুত্তর পাইনি। বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন




.jpg)
