-68eba6bfe183f.jpg)
শৈলকুপায় কৃষক রতন হত্যার মুল আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় কৃষক রতন হত্যার মুল আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।বুধবার উপজেলার শেখপাড়া বাজারে এ কর্মসূচীর আয়োজন করে এলাকাবাসী। ঘন্টাব্যাপী চলা এ কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী অংশ নেয়। এসময় বক্তারা বলেন, কৃষক রতন হত্যার মুল আসামী জাহাঙ্গীর এলাকায় প্রভাবশালী হওযায় পুলিশ তাকে গ্রেফতার করছে না। উল্টো আসামীরা বাদি পক্ষকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।
বক্তারা দ্রুত হত্যাকারী জাহাঙ্গীরসহ অন্যদের গ্রেফতার করার দাবি জানান। গত ১৬ এপ্রিল সকালে ঝড়ে গাছের ডাল পড়াকে কেন্দ্র করে উপজেলার বসন্তপুর গ্রামে কৃষক রতনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে প্রধান অভিযুক্ত অসামী জাহাঙ্গীরসহ কয়েকজন। এ ঘটনায় পরদিন নিহতের পিতা বাদি হয়ে শৈলকুপা থানায় মামলা দায়ের করে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




অন্যান্য
নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
