
সৈয়দপুরে ওবায়দুল কাদের : বিহারীদের পাকিস্তান আর নেবে না, আওয়ামী সরকার পাশে আছে


রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: বিহারীদের পাকিস্তান আর নেবে না বাংলাদেশেই সকল নাগরীক সুবিধা নিয়ে বসবাস করতে পারবে। আওয়ামীলীগ সরকার বিহারীদের পাশে আছে।
গত ৮ সেপ্টেম্বর রাত ৮টায় ঢাকা-নীলফামারী ট্রেন যোগে সরকারের উন্নয়নের প্রচারণার পথসভা অনুষ্ঠিত হয় সৈয়দপুরে। রেল ষ্টেশনের পথ সভায় সেতু ও যোগাযোগ মন্ত্রী ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সৈয়দপুরের বিহারীদের উদ্দ্যেশে এসব কথা বলেন। পথসভাটি জনসভায় পরিণত হওয়ায় আনন্দ প্রকাশ করেন। সভা মঞ্চে তার জন্য নির্ধারিত ঐতিহ্যবাহী চেয়ারটি সরিয়ে দিয়ে সাধারণ একটি চেয়ারে বসে প্রধান অতিথির আসন আলংকিত করেন। হাজার হাজার জনতার উপস্থিতিতে ত্যাগী ও প্রকৃত জননেতাদের এমনি হতে হয় তা শিখিয়ে দিয়ে গেলেন।

তিনি আরো বলেন, বিএনপি’র আন্দোলন জোয়ারহীন ভাটার মত। আন্দোলনের কথা বলে রোজার ঈদ, কুরবানীর ঈদ পার করেও আন্দোলনের খবর নাই। তার এখন ঘরে বসে প্রেস ব্রিফিংএর মাধ্যমে আন্দোলন করছে। বিএনপির সময়ে আওয়ামীলীগের নেতাকর্মীরা ঘরছাড়া হয়েছিল। আমাদের সময় তারা বেশ ভালো আছে। আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। নীলফামারী -৪ আসনের নৌকা মার্কার একাধিক প্রার্থী থাকায় এমপি মনোনয়নের বিষয়ে খোলাশা করে কিছুই বলেননি তিনি। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নেতাদের মধ্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি. এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, এবং স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, আখতার হোসেন বাদল, রফিকুল ইসলাম বাবু, মোজাম্মেল হক, অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকন, জাকির হোসেন বাবলু প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম সরকার, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য আমেনা কোহিনুর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ অন্যতম নেতা নাফিউল ইসলাম নাফা।
পথসভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ মন্ডল।
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন



পদ স্থগিতাদেশ প্রত্যাহারের বাকি ৪৩ দিন, বিএনপিতে থাকছেন কি ফজলুর?


