-68eba6bfe183f.jpg)
সোমবার পূর্ণ চন্দ্রগ্রহণ, দেখা যাবে না বাংলাদেশের আকাশে

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: আগামী ২১ জানুয়ারি সোমবার পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এ সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইদিন ৮টা ৩৬ মিনিট ৩০ সেকেন্ড বিএসটিতে গ্রহণটি শুরু হয়ে বেলা ১টা ৪৮ মিনিট বিএসটিতে গ্রহণ শেষ হবে। ১১টা ১২ মিনিট ১৬ সেকেন্ড বিএসটিতে কেন্দ্রীয় গ্রহণ ঘটবে। গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ১.১৯৫৩।
বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। তবে, উত্তর ও দক্ষিণ আমেরিকায় গ্রহণটি পুরোপুরিভাবে এবং পশ্চিম ইউরোপ ও উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু স্থানে আংশিকভাবে দেখা যাবে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট www.bmd.gov.bd/eclipse–এ বিস্তারিত বিবরণ দেয়া রয়েছে।
-বাসস
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




অন্যান্য
নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
