১৪ অক্টোবর ২০২৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু
বাংলাপ্রেস অনলাইন: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় চারটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। বুধবার সন্ধ্যায় সাতটায় আমিনুল ইসলাম  বলেন, ‘আঠারোজন বাংলাদেশি শ্রমিক একটি মিনিবাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে জেদ্দার মোহাম্মদীয়া নামক স্থানে মিনিবাসটি দুর্ঘটনায় পড়ে। এ সময় ঘটনাস্থলেই ৬ বাংলাদেশি নিহত হন। গুরুতর আহত হন ১২ জন।’ তিনি আরও জানান, ‘আহতদের কিং আবুদল আজিজ, কিং ফাহাদ, কিং আব্দুল্লাহ ও সৌদি জার্মান হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব হাসপাতালে আমাদের লোক রয়েছেন। হতাহতদের খোঁজ নেওয়া হচ্ছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’ এদিকে, নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো. মনিরুল ইসলাম। তিনি নড়াইল জেলার সদর উপজেলার মহিসওলা গ্রামের মো. মোহসিন হোসাইনের ছেলে। আহতদের মধ্যে চার জনের জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মো. ইসরাফিল শেখ, সুজন আহমেদ, মো. ইলাহী ও মোহাম্মদ শাহজাহান মিয়া। মো. ইসলাফিল শেখ নড়াইল জেলার সদর উপজেলার রামচন্দ্রপুরের ইসারত শেখের ছেলে এবং সুজন আহমেদ সিলেট জেলার গোলাপগঞ্জের বাগলা গ্রামের শামসুদ্দীনের ছেলে। মো. ইলাহী মাগুরা জেলার সদর উপজেলার শেখ দুদু মিয়ার ছেলে এবং মোহাম্মদ শাহজাহান মিয়া হবিগঞ্জের বাহুবল থানার ফোনারফদা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন