১৪ অক্টোবর ২০২৫

সৌদি প্রিন্সেসের পর এবার 'ভোগ ম্যাগাজিন'এ জায়গা করে নিয়েছে শ্রীদেবী-কন্যা জাহ্নবী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
সৌদি প্রিন্সেসের পর এবার 'ভোগ ম্যাগাজিন'এ জায়গা করে নিয়েছে শ্রীদেবী-কন্যা জাহ্নবী
বাংলাপ্রেস ঢাকা: চলতি বছরের ২০ জুলাই ‘ধাদাক’ ছবির মধ্য দিয়ে বলিউড অভিষেক ঘটতে যাচ্ছে শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুরের। কিন্তু বলিউড অভিষেকের আগেই সাময়িকীর প্রচ্ছদে নিজের অভিষেক ঘটালেন জাহ্নবী। টাইমস নাউয়ের খবরে প্রকাশ, জীবনধারাবিষয়ক সাময়িকী ভোগের জুন মাসের প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন তিনি। আর তাঁকে এ সুযোগ করে দিয়েছেন জাহ্নবীর অভিষেক ছবির প্রযোজক করণ জোহর। সম্প্রতি একটি সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে জাহ্নবীর প্রচ্ছদে জায়গা করে নেওয়ার ব্যাপারে করণ বলেন, ‘জুলাইয়ে জাহ্নবীর চলচ্চিত্র অভিষেকের আগেই জুনে সাময়িকীর প্রচ্ছদে তাঁর অভিষেক ঘটেছে। আর ভোগের চেয়ে ভালো সাময়িকী আর কী হতে পারে? জুনের প্রচ্ছদ বালিকা হিসেবে দেখা যাবে তাঁকে। জুনের ১ তারিখ থেকেই আপনারা তাঁকে দেখতে পারবেন। একদমই মিস করবেন না। এটা আর কেউ নয়, আমাদের ধর্মা প্রোডাকশনের মেয়ে। আকর্ষণীয় ও সুন্দরী জাহ্নবীর কাপুর। আগের চেয়েও দুর্দান্তভাবে এবার তাঁকে দেখা যাবে। সবাই একটা সংখ্যা কিনে তাঁর প্রতি ভালোবাসা প্রদর্শন করবেন আর তাঁর এই ভালোবাসাটুকু প্রাপ্য।’ শুধু প্রচ্ছদেই নয়, সাময়িকীর প্রথম প্রচ্ছদই নয় তাঁর প্রথম সাক্ষাৎকারও থাকছে ভোগের এবারের সংখ্যায়। এ ছাড়া সংখ্যাটির জন্য ফটোশুটও করেছেন জাহ্নবী। ভিন্ন পোশাকে, ভিন্ন স্টাইলে ম্যাগাজিনের ভেতেরের পাতায় হাজির‍ হয়েছেন তিনি। বর্তমানে ‘ধাদাক’ ছবির শেষ অংশের কাজে ব্যস্ত রয়েছেন তিনি। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন ইশান খাত্তার। পরিচালনায় রয়েছেন শশাঙ্ক খাইতান। মারাঠি ভাষায় নির্মিত ২০১৬ সালে মুক্তি পাওয়া রোমান্টিক ঘরানার সুপারহিট ছবি ‘সাইরাত’-এর বলিউড সংস্করণ হিসেবে নির্মিত হচ্ছে ‘ধাদাক’।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন