১৪ অক্টোবর ২০২৫

সরাইলে টিকা না নিয়ে আ.লীগের মহিলা সাংসদের ফটোসেশন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সরাইলে টিকা না নিয়ে আ.লীগের মহিলা সাংসদের ফটোসেশন
বাংলাপ্রেস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনার টিকাকেন্দ্রে গিয়ে ফটোসেশন করে আলোচনার জন্ম দিলেন সংরক্ষিত আসনের এমপি ও উপজেলা আওয়ামী লীগের এক নম্বর যুগ্ম আহ্বায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাকেন্দ্রে এমনটি করেন। পরে অবশ্য এর কারণ ব্যাখ্যা করেছেন তিনি। টিকা নেয়ার ফটোসেশনের সময় এমপির পাশে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা, সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বারসহ শতাধিক লোকজন। এমপির এমন আচরণে উপস্থিত অনেকেই বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কারণ এখানে তিনি কোনো টিকা নেননি। সরাইলে রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়ার সভাপতিত্বে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম। এরপর তিনি স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে টিকা নেয়ার ভাব করেন এবং ছবি তোলেন। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. নোমান মিয়া এমপির টিকা না নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।এ বিষয়ে এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ বলেন, ‘আমি নারীদের সাহস যোগানোর জন্য টিকা নেয়ার ভঙ্গি করে ফটোসেশন করি।’ এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম আরো বলেন, তিনি জাতীয় সংসদ ভবনে টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন। এ কারণে এখানে তিনি টিকা নেননি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন