১৪ অক্টোবর ২০২৫

সড়ক দুর্ঘটনার জন্য শুধু রাস্তা নয়, বেপরোয়া পথচারীরাও দায়ী : ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
সড়ক দুর্ঘটনার জন্য শুধু রাস্তা নয়, বেপরোয়া পথচারীরাও দায়ী : ওবায়দুল কাদের

বাংলাপ্রেস অনলাইন: সড়ক দুর্ঘটনা শুধু রাস্তার জন্য হয়, ব্যাপারটা এমন নয়। রাস্তায় ইঞ্জিনিয়ারিংয়ের মতো সচেতনতারও ব্যাপার আছে। শুধু বেপরোয়া ড্রাইভার দায়ী নয়, শুধু রাস্তাও দায়ী নয়। বেপরোয়া পথচারীরাও অনেক সময় সড়ক দুর্ঘটনার জন্য দায়ী বলে সংসদকে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম উদ্দিনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন-দেশে রেজিস্ট্রেশনপ্রাপ্ত যানবাহনের তুলনায় লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভারের সংখ্যা প্রায় অর্ধেক।

সরকারি দলের সদস্য এম. আবদুল লতিফের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বছরের ৩০ জুন পর্যন্ত ২২ লাখ ছয় হাজার ১৫৫টি মোটরসাইকেলসহ রেজিস্ট্রেশনপ্রাপ্ত মোট যানবাহন ৩৪ লাখ ৯৮ হাজার ৬২০টি এবং ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভার ১৮ লাখ ৬৯ হাজার ৮১৬ জন। তিনি বলেন, দেশে পর্যাপ্ত ড্রাইভিং স্কুল ও ইনস্ট্রাক্টর না থাকায় প্রয়োজনীয় সংখ্যক দক্ষ গাড়িচালক তৈরি হচ্ছে না। এই লক্ষ্যে বিআরটিএ ধারাবাহিকভাবে ড্রাইভিং ইনস্ট্রাক্টর ও ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল রেজিস্ট্রেশন দিচ্ছে। গত ৩০ জুন পর্যন্ত ১২৩টি ড্রাইভিং স্কুলকে রেজিস্ট্রেশন দেয়া হয়েছে এবং ১৭৯ জনকে ড্রাইভিং ইনস্ট্রাক্টর লাইসেন্স দেয়া হয়েছে। তিনি আরও বলেন, সদ্য শেষ হওয়া ঈদে পুলিশ এবং সংবাদপত্রের রিপোর্টে ৪২+৪২ অর্থাৎ ৮৪ জনের মৃত্যু হয়েছে। অথচ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পরিসংখ্যান নিয়ে জনকল্যাণ সমিতি নামের একটি সংগঠন মনগড়া তথ্য দাঁড় করিয়েছে যে ৩৩৯ জনের মৃত্যু হয়েছে। এগুলো মনগড়া রিপোর্ট।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন