
সড়ক পরিবহন আইন সংশোধনের কোনো সুযোগ নেই : ওবায়দুল কাদের


বাংলাপ্রেস অনলাইন: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক পরিবহন আইন আপাতত সংশোধনের কোনো সুযোগ নেই । সংশোধনের ব্যাপারে সিদ্ধান্তের জন্য আগামী সংসদ অধিবেশন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
রোববার রাজধানীর সেতুভবনে ওমান ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
হঠাৎ ডাকা দুইদিনের পরিবহন ধর্মঘট নিয়ে ওবায়দুল কাদের বলেন, শ্রমিকদের দাবি অনুযায়ী সড়ক পরিবহন আইন সংশোধনের কোনো যৌক্তিকতা নেই। এ সময় তিনি ধর্মঘট প্রত্যাহার করতে মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানান। নির্বাচনকালীন সরকার নিয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি জানান, মন্ত্রিসভার আকারে তেমন কোনো পরিবর্তন আসবে না। যুক্তফ্রন্টের ৭ দফা দাবিকে অযৌক্তিক উল্লেখ করে তাদের দেয়া কোনো দফাই মানা হবে না বলে আবারো উল্লেখ করেন ওবায়দুল কাদের।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন




.jpg)
