-68eba6bfe183f.jpg)
সরকার কৃষকের পাশে আছে বলেই খাদ্য উৎপাদন বেড়েছে-হাবিবর রহমান এমপি



ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া)থেকে: বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, সরকার কৃষকের পাশে আছে বলে বলেই খাদ্য উৎপাদন বেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা খাদ্যে উদ্বৃত্ত দেশ। কৃষি ও কৃষকের প্রয়োজনে যা যা করা দরকার সব করা হবে। সরকার এ ব্যাপারে আন্তরিকতার সাথে কাজ করছে। কৃষিকে আধুনিকায়ন, যান্ত্রিকীকরণ ও বাণিজ্যিকীকরণ করে কৃষির সকল সমস্যা দূর করা হবে।
সোমবার দুপুর ১২টার দিকে বগুড়ার ধুনট উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও রাজিয়া সুলতানা।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আল-আমিন তরফদার, ধুনট উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুনজুরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা সোলায়মান আলী, আব্দুস ছোবহান, শাহীনূর ইসলাম, তাহেরা ইয়াসমিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম ও পৌর শ্রমিক লীগের সভাপতি ইজুল খান প্রমুখ।
উল্লেখ্য, ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-২ মৌসুমে উপজেলার ২০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে জনপ্রতি ৫কেজি মাসকলাই বীজ, ১০কেজি ডিএপি ও ৫কেজি এমওপি সার বিতরণ করা হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
