১৩ অক্টোবর ২০২৫

সুনামগঞ্জ-১আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল মোতালিব খানের উঠান বৈঠক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৯:১৮ এএম
সুনামগঞ্জ-১আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল মোতালিব খানের  উঠান বৈঠক

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন- সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য, বারবার কারা নির্যাতিত, জননেতা আব্দুল মোতালিব খান।

 

রোববার (৮ অক্টোবর) বিকেলে ধর্মপাশা  উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। জননেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে দলীয় প্রচারপত্র ও লিফলেট বিতরন করেন জননেতা আব্দুল মোতালিব খান। তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা, এটি আমাদের রাজনৈতিক দর্শন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় সামাজিক সম্প্রীতির বার্তা দিয়ে আসছেন। সামাজিক সম্প্রীতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। তিনি আরও বলেন, পিআর পদ্ধতি বাতিল করে, জনগণের ভোটে নির্বাচন দেওয়া হোক।

তৃণমুলে বিএনপি নেতাকর্মীরাও সক্রিয় ভূমিকা রাখছে। পথসভায় সুনামগঞ্জ-১ আসনের ধানের শীর্ষের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বারবার কারা নির্যাতিত জননেতা আব্দুল মোতালিব খান আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট ও প্রচারপত্র বিতরণ করছি। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন মানি না, মানবনা, এই পিআর পদ্ধতি জনগণ চায় না, পিআর পদ্ধতি বাতিল করতে হবে।

 

জনগণ ভোট দিতে চায়। ভোট দিয়ে জয়যুক্ত করতে চায়। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মতিন মির্জা, সাবেক জেলা পরিষদের সদস্য চন্দন খান, সাবেক উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক ফারুক আহমদ, তারেক জিয়ার ঐক্যফ্রন্টের জেলার যুগ্ন আহবায়ক মিলন মাহতাব, যুবদল নেতা আরফাত রহমান খান তানভীর সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন