১৪ অক্টোবর ২০২৫

সুনামগঞ্জে মন্দিরে হামলার প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সুনামগঞ্জে মন্দিরে হামলার প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন
রমজান আলী টুটুল, নীলফামারী প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু মন্দিরে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা ও লুটপাটের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ২৪ মার্চ দুপুরে শহীদ ডা: জিকরুল হক সড়ক প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে পালন করা হয় । মানববন্ধনের আয়োজন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সৈয়দপুর উপজেলা শাখা, পৌর শাখা ও সৈয়দপুর কেন্দ্রীয় শ্মশান কমিটি। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন যোগেন্দ্রনাথ রায় সা: সম্পাদক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সৈয়দপুর উপজেলা শাখা, মৃনাল কান্তি দাস মিন্টু যুগ্ম সাধারন সম্পাদক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাবু গোপাল চন্দ্র রায় সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, প্রনোবেশ বাগচী দুলাল চেয়ারম্যান বাঙ্গালীপুর ইউপি, শহীদ পরিবারের সন্তান সাংবাদিক এম আর আলম ঝন্টু, শহীদ পরিবারের সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও হিন্দু কল্যাণ সমিতির সা: সম্পাদক সুমিত কুমার কুমার আগরওয়াল নিক্কি, ক্ষিতিশ চন্দ্র রায় সাবেক অধ্যক্ষ সৈয়দপুর মহিলা কলেজ, বাবু জ্যোতিময় রায় অধ্যাপক কামারপুকুর ডিগ্রি কলেজ, বাবু টিকেন্দ্রজিৎ রায় সাবেক চেয়ারম্যান,কিশোর প্রসাদ যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় শ্মশান কমিটি সৈয়দপুর, কনিকা রাণী সাবেক কাউন্সিলর, নন্দলাল রায় সাবেক ইউপি সদস্য কাশিরামবেলপুকুর ও তাপস রায় প্রমুখ। বক্তারা অবিলম্বে হামলা ও লুটপাটের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দাবী করেন। অন্যথায় এ নিয়ে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সেই সাথে তারা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন