১৪ অক্টোবর ২০২৫

শূকরের হৃদপিণ্ড এখন আসছে মানবদেহে !!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শূকরের হৃদপিণ্ড এখন আসছে মানবদেহে !!

বাংলাপ্রেস ডেস্ক:  জার্মানির বিখ্যাত সার্জন ব্রুনো রাইখার্ট শূকরের হৃদপিণ্ড একটি বেবুনের দেহে প্রতিস্থাপন করে সফল হয়েছেন৷ মানবদেহে যদি সফলভাবে এই অঙ্গ প্রতিস্থাপন করা যায়, তাহলে হয়ত মানব অঙ্গ দাতার অভাব পূরণ হবে৷

শূকরের অঙ্গ মানুষের দেহে প্রতিস্থাপনের প্রয়াস কি সফল হতে পারে? এর উত্তরে রাইখার্ট জানিয়েছেন, নীতিগত দিকটা এখানে খুব গুরুত্বপূর্ণ, কেননা, মানুষ বহু বছর ধরে শূকরের মাংস খেয়ে আসছে৷

প্রতি চার মাস অন্তর অন্তর শূকর শিশু জন্ম নেয়৷ ৬ মাস পরে তারা প্রাপ্তবয়স্ক হয়৷ মানুষের হৃদপিণ্ডের সঙ্গে এদের সাদৃশ্য রয়েছে৷

শূকরের হৃদপিণ্ডের ভালভ প্রায় ৪০ বছর ধরে মানুষের হৃদপিণ্ডে প্রতিস্থাপন করা হচ্ছে৷ মানবদেহের বৈশিষ্ট্যের সঙ্গে বেবুনদের সাদৃশ্য রয়েছে৷ তাই প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে তাদের হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে৷তবে রাইখার্ট জানালেন, শূকরের হৃদপিণ্ড মানুষের হৃদযন্ত্রে প্রতিস্থাপন করলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে৷ তাই প্রতিস্থাপনের পূর্বে সেটিকে মানবদেহের উপযুক্ত করে তুলতে হবে৷

সমালোচকরা বলেন, শূকরের হৃদপিণ্ডে মানুষের হৃদপিণ্ডের মতো রক্ত সঞ্চালন ক্ষমতা নেই৷ ফলে যেসব দেহে অঙ্গ প্রতিস্থাপন করা হবে, সেসব মানুষের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে৷

তবে এই সমালোচনার জবাবে রাইখার্ট বলেন, যারা এসব সমালোচনা করছেন, তাদের এ সম্পর্কে ধারণা খুব কম৷ তাদের এ বিষয়ে আরো পড়ালেখা করা উচিত৷ একটি বেবুন বা মানুষের দেহে শূকরের হৃদপিণ্ড চমৎকারভাবে রক্ত সঞ্চালন করতে পারে৷

শূকরের দেহের টিস্যু থেকে কোনো ভাইরাস সংক্রমণের সুযোগ নেই৷ মানুষের দেহে অঙ্গ প্রতিস্থাপনের জন্য ডোনার, অর্থাৎ দাতা পাওয়া আজকাল খুবই মুশকিল৷ শূকরের হৃদপিণ্ড সেখানে সেই অভাব পূরণ করতে পারে৷

তবে এসব পরীক্ষার জন্য প্রচুর অর্থের প্রয়োজন বলে জানালেন রাইখার্ট৷ এ কাজে বিনিয়োগ করবে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান পাওয়া ইউরোপে কঠিন বলে জানালেন তিনি৷

তথ্যসূত্র: ডয়েচে ভেলে

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন