
স্বেচ্ছায় দেশে ফিরলে প্রত্যেক শিশুকে ২৫০০ ডলার দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের


মিনারা হেলেন: যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসী শিশুদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরাতে ২,৫০০ ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার এক ঘোষণায় বলা হয়, প্রাথমিকভাবে ১৭ বছর বয়সী শিশুদের এ প্রণোদনা দেওয়া হবে।
অ্যাসোসিয়েটেড প্রেসের হাতে আসা নথি অনুযায়ী, ১৪ বছর বা তার বেশি বয়সী শিশুদের ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। তবে প্রস্তাব প্রত্যাখ্যান করলে কী হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
অভিবাসন আইনজীবী ও অধিকারকর্মীরা বলছেন, এত টাকা শিশুদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। “একটি শিশুর জন্য ২,৫০০ ডলার জীবনে দেখা সবচেয়ে বড় অর্থ হতে পারে, এতে তারা সঠিকভাবে ঝুঁকি–সুবিধা বিবেচনা করতে পারবে না,” মন্তব্য করেন ন্যাশনাল সেন্টার ফর ইয়ুথ ল’–এর আইনজীবী মেলিসা অ্যাডামসন।
অভিবাসন অধিকারকর্মীরা অভিযোগ করেছেন, এ প্রস্তাব শিশুদের আইনি দাবি ত্যাগ করতে এবং বিপদের মুখে দেশে ফেরত যেতে চাপ সৃষ্টি করছে।
২০০৮ সালের আইনে বলা আছে, কোনো শিশুকে ফেরত পাঠানোর আগে তাকে অবশ্যই অভিবাসন আদালতে হাজির হতে হবে। তবে ট্রাম্প প্রশাসনের কঠোর নজরদারির কারণে সরকারি আশ্রয়কেন্দ্রে শিশুদের অবস্থানকাল দীর্ঘ হয়েছে।
বিপি/সিএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



সামরিক সংঘর্ষের পর আফগান সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি পাকিস্তানের

ভুটান থেকে বাংলাদেশ বিদ্যুৎ কিনলে দুই দেশেরই উপকার: হামু দর্জি

মিশরে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে গাজা শান্তিচুক্তিতে সই করলেন ট্রাম্প
