১৪ অক্টোবর ২০২৫

টাকার মান আবারও কমল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
টাকার মান আবারও কমল
বাংলাপ্রেস ডেস্ক: ডলারের বিপরীতে টাকার মান আবারও কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার ডলারের বিপরীতে টাকার মান আরও ৯০ পয়সা কমানো হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ব্যাংক টাকার মান কমানোর এ সিদ্ধান্ত নিয়েছে। টাকার মান কমানোয় বর্তমানে প্রতি ডলারের বিনিময়মূল্য ৮৯ টাকা ৯০ পয়সা হয়েছে।   এর আগে গেল ২৯ মে টাকার মান এক লাফে ১ টাকা ১০ পয়সা কমিয়ে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম ৮৯ টাকা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। দেশের ডলারের সংকট মোকাবিলা করতে বাংলাদেশ ব্যাংক নানা পদক্ষেপ নিয়েছে। গেল মে মাসেই চারবার টাকার বিপরীতে ডলারের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মে মাসে প্রথম দফা ডলারের বিনিময় মূল্য ৮৬ টাকা ৪৫ পয়সা থেকে ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়। গেল ২৩ মে তৃতীয় দফায় টাকার মান ৪০ পয়সা কমিয়ে ডলারের দাম ৮৭ টাকা ৯০ পয়সা করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন