১৪ অক্টোবর ২০২৫

তেহরানে ৮ হামলাকারীর মৃত্যুদন্ড কার্যকর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
তেহরানে ৮ হামলাকারীর মৃত্যুদন্ড কার্যকর

বাংলাপ্রেস অনলাইন: তেহরানে গত বছরের দুটি হামলার ঘটনায় আট ব্যক্তিকে মৃত্যুদন্ড প্রদান করা হয়েছে। আইএস এসব হামলার দায় স্বীকার করেছে। আজ শনিবার এএফপি এ খবর জানায়। মিজান অনলাইনের খবরে বলা হয়, অপরাধী সাব্যস্ত হওয়া ওই ব্যক্তিরা সরাসরি আইএস-এর জিহাদিদের সঙ্গে যুক্ত থেকে ২০১৭ সালের ৭ জুন এসব হামলা চালায়।

ঠিক কখন তাদের এ দন্ড প্রদান করা হয় সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানা যায় নাই। তবে বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, শনিবার তাদের এ দণ্ড দেয়া হয়। আইএস ইরানের পার্লামেন্টে ও বিপ্লবী নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ঘরে দুইটি হামলার দায় স্বীকার করে। এসব হামলায় ১৭ জন নিহত ও বেশ কিছু সংখ্যক আহত হয়। এসব হামলার জন্যে একমাত্র আইএস দায় স্বীকার করে।

ইরাকী ও সিরিয়ার কর্তৃপক্ষকে আইএস-বিরোধী লড়াইয়ে সমর্থন দেয়ায় আইএস ইরানকে তাদের হামলার লক্ষ্যবস্তু করে। মিজান অনলাইন জানায়, এ হামলায় সন্দেহজনক আরো কেউ জড়িত কিনা- তা তদন্ত করার আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন