১৪ অক্টোবর ২০২৫

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত-৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত-৩
 

জাহেদুল ইসলাম,কক্সবাজার থেকে : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে‘বন্দুকযুদ্ধে’ তিন মানবপাচারকারি নিহত হয়েছে।

মঙ্গলবার(২৫ জুন) ভোররাত ৪টার দিকে টেকনাফ উপজেলার মহেশখালিয়াপাড়া নৌঘাটে এ ঘটনাটি ঘটে।পুলিশ দাবি করছে নিহতরা সবাই রোহিঙ্গাদের সাগরপথে মালয়েশিয়ায় পাচার কাজে জড়িত। উক্ত ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ৩ টি এলজি (আগ্নেয়াস্ত্র)১৫ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও ২০টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।

নিহতরা হলো- টেকনাফ উপজেলার নয়াপাড়াস্থ গোলাপাড়া এলাকার আব্দু শুক্কুরের ছেলে কুরবান আলী(৩০)টেকনাফ পৌরসভার কে কে পাড়া এলাকার আলী হোসেনের ছেলে আব্দুল কাদের(২৫)একই এলাকার সুলতান আহমদের ছেলে আব্দুর রহমান (৩০)।এঘটনায় টেকনাফ থানা পুলিশের এএসআই সায়েফ, কনস্টেবল মং এবং মোঃ শুককুর আহত হয়। আহতদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশিত করেন।ওসি বলেন,

টেকনাফ থানা পুলিশের একটি অভিযানিক দল রোহিঙ্গা পাচার মামলার আসামী ধরতে মহেশখালিয়াপাড়া নৌঘাটে পৌঁছলে আগে থেকে অবস্থানরত অস্ত্রধারী একদল মানবপাচারকারি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

এক পর্যায়ে মানবপাচারকারিরা পিছু হটে পালিয়ে যায়।পরে ঘটনাস্থল থেকে তিনজন মানবপাচারকারিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন