১৪ অক্টোবর ২০২৫

তেঁতুলিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
তেঁতুলিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন
হাফিজুর রহমান হাবিব. তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : “বিনা খরচে নিন আইনি সহায়তা-শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে (২৮ এপ্রিল) পঞ্চগড়েরর তেঁতুলিয়ায় বর্ণাঢ্য র‌্যালিও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। দিবসটি পালনে উপজেলা লিগ্যাল এইড কমিটি তেঁতুলিয়ায় এবং আরডিআরএস বাংলাদেশ এর যৌথ আয়োজনে,ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে, ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)” প্রকল্পের আওতা উপজেলা পরিষদ হল রুমে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক জন সচেতনতা বৃদ্দির লক্ষে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২২ পালন করা হয়। এসময় উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার সোহাগ সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম, পিপিজে প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আতিকুর রহমান, প্রজেক্ট অফিসার দিপু চন্দ্র দাস ও রফিকুল ইসলাম, প্রমুখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন