
তিউনিসিয়ায় সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য নিহত


বাংলাপ্রেস অনলাইন : আলজেরিয়া সীমান্তবর্তী এলাকায় রোববার এক সন্ত্রাসী হামলায় তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছে। দুই বছরের বেশী সময়ের মধ্যে দেশটিতে সন্ত্রাসী হামলার ক্ষেত্রে এটি ছিল সবচেয়ে ভয়াবহ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এএফপি/বাসস।
আল-কায়েদার তিউনিসিয়া ভিত্তিক শাখা ইসলামিক মাঘরেব (একিউআইএম) রোববার রাতে এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
তিউনিসিয়ায় এমন এক সময় এ সন্ত্রাসী হামলা চালানো হলো যখন দেশটিতে ভরা পর্যটক মৌসুম চলছে। ২০১৫ সালে একের পর এক জিহাদি হামলার প্রেক্ষাপটে দেশটিতে পর্যটকের সংখ্যা একেবারে কমে যায়।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সীমান্তবর্তী প্রদেশ জেন্দুবার আইন সুলতান এলাকায় জাতীয় সীমান্তরক্ষী বাহিনীর একটি টহল দল লক্ষ্য করে ভূমিমাইনের বিস্ফোরণ ঘটালে ছয়জন নিহত হয়। মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল সুফিয়ান আল-জাক জানান, এটি একটি সন্ত্রাসী হামলা। কারণ, মাইনটির বিস্ফোরণ ঘটানোর পরপরই সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। জাক জানান, এ হামলার পর সেখানে চিড়নি অভিযান চালানো হচ্ছে।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন




গাজা শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রীকে ‘সুন্দরী’ বললেন ট্রাম্প

ভারতের ৩ কাশির সিরাপের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা
