
ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে: সেনাবাহিনী


বাংলাপ্রেস ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৪ জন কর্মরত ও একজন এলপিআরে আছেন। এর বাইরে একজন নোটিশ করার পরেও সাড়া দেননি।
আজ শনিবার ঢাকা সেনানিবাসে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীও চায় গুম, খুনের মতো মানবতাবিরোধী অপরাধের সঠিক বিচার হোক। সেনাবাহিনীর চায় ইনসাফ। ন্যায়বিচার বা ইনসাফের প্রশ্নে সেনাবাহিনী আপসহীন। তবে অফিসিয়ালি এখনও চার্জশিটের কপি সেনাবাহিনী হাতে পায়নি। মাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য থেকেই ওইসব কর্মকর্তাদের হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘নোটিশ দেওয়ার পরও মেজর জেনারেল কবির নামে একজন সেনা কর্মকর্তা সাড়া দেননি। তার বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে চার্জশিটের কপি পেলে কার কী অপরাধ, তা খতিয়ে দেখব। পাশাপাশি সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে, আমরা তাদের কাছ থেকে মতামত বা বক্তব্য চাইব।’
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





‘তিন-শূন্য বিশ্ব’ গঠনই বিশ্ব বাঁচানোর একমাত্র পথ: প্রধান উপদেষ্টা
