১৫ অক্টোবর ২০২৫

ট্রাকের নিচে পা হারাল কলেজ শিক্ষার্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ট্রাকের নিচে পা হারাল কলেজ শিক্ষার্থী

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক পা হারিয়েছে কাজী মাহবুব আলম (১৯) নামে এক মেধাবী শিক্ষার্থী।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের টেপাখোলায় বনলতা সিনেমা হলের সামনে মুজিব সড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

কাজী মাহবুব আলম ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের খরদো লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী কাজী আনিস ও মা লায়লা বেগমের ছেলে।

আহত কাজী মাহবুব আলম শহরের সরকারি ইয়াছিন কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র। দক্ষিণ ঝিলটুলী মহল্লায় জামালের দোকান এলাকার পাশে একটি বাড়িতে থেকে পড়াশুনা করত সে।

মাহবুবের চাচাতো ভাই সরকারি রাজেন্দ্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী কাজী মামুন জানান, সুজকি জিক্সার মোটরসাইকেল নিয়ে সজল নামে এক বন্ধুকে নিয়ে ঘুরতে বের হয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

এ সময় উপস্থিত জনতা গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে যান। রাতেই তার শরীরে অস্ত্রোপচার করেন ওই হাসপাতালের অর্থপেডিক বিভাগের চিকিৎসক শাহীন জোয়ার্দার। এতে তার বাম পা কেটে ফেলতে হয়।

ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ শিলা রাণী মন্ডল জানান, মাহবুব একজন মেধাবী সম্ভাবনাময় শিক্ষার্থী। এটি আমার প্রতিষ্ঠানের জন্য একটি দুঃখজনক ঘটনা। প্রতিটি শিক্ষার্থী আমার সন্তানতুল্য।

কোতোয়ালি থানার এসআই বিল্লাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে দুর্ঘটনার পরে এই রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দেয়নি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন