
বাংলাপ্রেস অনলাইন: জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন করে যে বৈঠকের চিন্তা করছেন তা সবার জন্য ভালো। রাজধানী বার্লিনে গতকাল (শুক্রবার) গ্রীষ্মকালীন সংবাদ সম্মেলনে মারকেল একথা বলেছেন।

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে চলতি সপ্তাহের প্রথম দিকে দু নেতার মধ্যে বৈঠক হয়েছে এবং ওই বৈঠকে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন। এ সম্পর্কে মারকেল বলেন, আমেরিকা ও রাশিয়ার নেতাদের মধ্যকার বৈঠকের মধ্যদিয়ে স্বাভাবিক সম্পর্ক ফিরে আসবে। এ ধরনের বৈঠক সবার জন্য বিশেষ করে আমেরিকা ও রাশিয়ার জন্য ভালো।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]