১৩ অক্টোবর ২০২৫

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার জবাব শিগগিরই দেওয়া হবে: হামাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১১:৫২ পিএম
ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার জবাব শিগগিরই দেওয়া হবে: হামাস

বাংলাপ্রেস ডেস্ক:   গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্পের শান্তি পরিকল্পনার জবাব শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। 

 

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল আল জাজিরা আরবিকে জানিয়েছেন, ফিলিস্তিনি এই সংগঠন শিগগিরই যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিষয়ে তাদের অবস্থান ঘোষণা করবে।

নাজ্জাল বলেন, ফিলিস্তিনি প্রতিরোধের প্রতিনিধিত্বকারী হিসেবে হামাসের অধিকার রয়েছে তাদের মতামত প্রকাশ করার—‘যেভাবে তা ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষা করে।’

তিনি আরও জানান, ইসরাইলের গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্য নিয়েই হামাস ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে।

নাজ্জালের ভাষায়, ‘আমরা এ পরিকল্পনা এমন কোনো যুক্তি নিয়ে ভাবছি না, কেননা সময় আমাদের ঘাড়ের ওপর তলোয়ার হয়ে ঝুলছে।’

এর আগে গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ট্রাম্প বলেন, হামাসের হাতে তার প্রস্তাবের জবাব দেওয়ার ‘তিন বা চার দিন’ সময় আছে।

এর আগের দিন সোমবার গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত ২০ দফা প্রস্তাব প্রকাশ করেন ট্রাম্প। এতে সম্মতি জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

 

প্রস্তাবে সম্মতি জানিয়ে নেতানিয়াহু বলেন, আমি বিশ্বাস করি, আজ আমরা গাজায় যুদ্ধের অবসান ঘটানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার অগ্রগতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছি। এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও পড়বে।

ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি আপনার গাজায় যুদ্ধ শেষ করার পরিকল্পনাকে সমর্থন করি, যা আমাদের যুদ্ধের লক্ষ্যগুলো অর্জন করে। এটি আমাদের সব বন্দিকে ইসরাইলে ফেরত আনবে, হামাসের সামরিক সক্ষমতা এবং তার রাজনৈতিক শাসনকে অচল করে দেবে এবং নিশ্চিত করবে যে গাজা আর কখনো ইসরাইলের জন্য হুমকি হবে না।

প্রস্তাব অনুযায়ী, হামাস এতে সম্মতি জানালে ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সব জিম্মি মুক্তি পাবেন।

অপরদিকে হামাস গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেবে। সেখানে আমেরিকান, ইউরোপ ও আরব দেশগুলো নিয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে, যেটির মূল দায়িত্বে থাকবেন ট্রাম্প।

এছাড়া গাজার মানুষ গাজাতেই থাকবেন। তাদের অন্য কোনো দেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করা হবে না।

হামাসের ইসরাইলি জিম্মিদের মুক্তির মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, গাজা ও হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রকরণ করা হবে। আর এ কাজে সহায়তা করবে আরব দেশগুলো। তারা হামাসকে নিরস্ত্রকরণে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন