১৪ অক্টোবর ২০২৫

তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

বাংলাপ্রেস ডেস্ক: তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করার মাধ্যমে আবার আগের নামে ফিরলো মন্ত্রণালয়।

তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে 'তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়'। আর ইংরেজিতে বলা হবে 'মিনিস্ট্রি অব ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং'।

সোমবার (১৫ মার্চ) মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি রুলস অব বিজনেস, ১৯৯৬ এর সংশোধনের মাধ্যমে মন্ত্রণালয়ের নামের পরিবর্তন এনেছেন।

তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রণালয় তথ্য ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংক্রান্ত কার্যাবলি সম্পাদন করে থাকে। তাই বর্তমান নামের সঙ্গে পুরো বিষয়টি প্রতিফলন ঘটেনা। এ কারণে সম্প্রচার শব্দটি যুক্ত করার উদ্যোগ নেয়া হয়।

এর আগে, এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, স্বাধীনতার পর মন্ত্রণালয়ের নাম ছিলো 'তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়'। এখন আবার আগের নামে ফিরে যাওয়ার প্রস্তাব করা হয়েছে।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন