
তত্ত্বাবধায়ক সরকার কোনো সুযোগ সংবিধানে নেই


বাংলাপ্রেস অনলাইন:বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়া পরিবারই সরাসরি জড়িত, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সত্য কথা বলায় বিএনপির আঁতে ঘা লেগেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শনিবার (১৮ আগস্ট) বিকেলে সাভারের হেমায়েতপুরে শোক দিবসের এক সভায় তিনি এ কথা বলেন। নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার কোনো সুযোগ নেই বলেও জানান খাদ্যমন্ত্রী। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘বিএনপিরা একবার বলে তত্ত্বাবধায়ক সরকার, একবার বলে সহায়ক সরকার। সংবিধান সম্মতভাবে নির্বাচন হবে আগামীদিন। এখানে তত্ত্বাবধায়ক সরকার বা সহায়ক সরকার প্রতিষ্ঠা করার কোনো সুযোগ সংবিধানে নেই, প্রশ্নই ওঠে না। নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী, এটাই সংবিধানের নিয়ম।
আর ওই সরকারের বিএনপি থাকারই কোনো সুযোগ নেই, যেহেতু তারা সংসদে প্রতিনিধিত্ব করেন নাই। এরা আইএসের এজেন্ট। এটা ধ্রুব সত্য, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। প্রধানমন্ত্রী সত্য কথা বলায়, আজকে ফখরুল ইসলাম আলমগীরা আঁতে ঘা লেগেছে।'
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন



পদ স্থগিতাদেশ প্রত্যাহারের বাকি ৪৩ দিন, বিএনপিতে থাকছেন কি ফজলুর?


