১৫ অক্টোবর ২০২৫

উপদেষ্টা হচ্ছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
উপদেষ্টা হচ্ছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী
বাংলাপ্রেস ডেস্ক: বাড়ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার। এরইমধ্যে নাম শোনা যাচ্ছে একাধিক জনের। সে তালিকায় নাম রয়েছে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর। শোনা যাচ্ছে , অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে যুক্ত হতে যাচ্ছেন চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। আজ (১০ নভেম্বর) রোববার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে তিনি শপথ নেবেন বলেও শোনা যাচ্ছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন পাঁচজন যুক্ত হচ্ছেন বলে শোনা গেছে। আজ সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানের কথা নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এখন পর্যন্ত চারজন উপদেষ্টার নাম নিশ্চিত শোনা যাচ্ছে। তারা হলেন চিকিৎসক অধ্যাপক মো. সায়েদুর রহমান, উদ্যোক্তা সেখ বশির উদ্দিন, চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। অধ্যাপক মো. সায়েদুর রহমান গত ২৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পান। সেখান থেকে তাকে উপদেষ্টা পরিষদে নেওয়া হচ্ছে। মো. সায়েদুর রহমান বিএসএমএমইউর ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক। সেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান। মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। কয়েক দশক ধরে তিনি চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপন নির্মাণ করে দেশ-বিদেশে পরিচিতি পেয়েছেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হবেন পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বক্স চৌধুরী। যদিও দুপুর থেকে শোনা যাচ্ছিল এবি পার্টি থেকে সদ্য পদত্যাগ করা আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, সাবেক নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মঞ্জুরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের নাম। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন