১৫ অক্টোবর ২০২৫

ভালোবাসা দিবসে মম-নাঈমের নাটক ‘ছুঁয়ে যাক বসন্ত’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভালোবাসা দিবসে মম-নাঈমের নাটক ‘ছুঁয়ে যাক বসন্ত’

 

বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবসে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারের লক্ষ্যে এরইমধ্যে বেশ কিছু নাটক-টেলিফিল্ম নির্মাণের কাজ শেষ হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মমও এরইমধ্যে বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন। তবে এরমধ্যে ভিন্ন গল্পের ভিন্ন চরিত্রের একটি নাটকের কাজ তিনি শেষ করেছেন গত সপ্তাহে। নাটকের নাম ‘ছুঁয়ে যাক বসন্ত’। নাটকটি নির্মাণ করেছেন আসিফ ইকবাল জুয়েল। নাটটিতে মম’র বিপরীতে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা এফএস নাঈম। রোমান্টিক গল্প নির্ভর এই নাটকটিতে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ওবিদ রেহান। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন,‘ জুয়েল ভাইয়ের নির্দেশনায় এর আগেও কাজ করেছি। আগের চেয়ে নির্দেশনায় তিনি আরো অধিক সিরিয়াস হয়েছেন। যে কারণে ছুঁয়ে যাক বসন্ত’র নির্মাণশৈলীটা ভালো হয়েছে। যথারীতি আমার সহশিল্পী এফএস নাঈমের সঙ্গে কাজ করতে আমার ভীষণ ভালোলাগে। কারণ নাঈম আমার ভালো একজন বন্ধু। তারসঙ্গে কাজ করার সময়টাতে শুধূ কাজ নিয়েই যে আমাদের ব্যস্ততা থাকে তা নয়, সমসাময়িক অনেক প্রাসঙ্গিক বিষয় নিয়েও আমরা আলাপ করি। তাতে আমাদের সময়টাও অনেক ভালো কেটে যায়।

ছুঁয়ে যাক বসন্ত নাটকে আমাদের দু’জনের প্রাণবন্ত অভিনয় দর্শকের ভালোলাগবে।’ এফএস নাঈম বলেন,‘ জুয়েল ভাইয়ের নির্দেশনায় এর আগে বন্ধুর জন্য নাটকে সর্বশেষ অভিনয় করেছি। প্রায় দু’বছর পর তার নির্দেশনায় অভিনয় করেছি। বন্ধুর জন্য’র চেয়ে ছুঁয়ে যাক বসন্ত নাটকে তার একাগ্রতা এবং নির্মাণের প্রতি তার আগ্রহ আমাকে ভীষণভাভে মুগ্ধ করেছে। যে কারণে ছুঁয়ে যাক বসন্ত নাটকটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী।’ আসছে ভালোবাসা দিবসে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা আসিফ ইকবাল জুয়েল। আসিফ ইকবাল জুয়েল সর্বশেষ ‘ভালোবাসি অকারণে’ নাটকটি নির্মাণ করেন। এতে অভিনয় করেছিলেন ইরফান সাজ্জাদ ও সাফা কবির।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন