
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকযুদ্ধ

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস অনলাইন : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বুধবার জঙ্গি ও ভারতীয় সৈন্যের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের প্রায় ৫১ কিলোমিটার দক্ষিণে অনন্তনাগ জেলার মুনিওয়ার্ড গ্রামে এ বন্দুকযুদ্ধ হয়।অনন্তনাগে কর্মরত সিনিয়র এক পুলিশ কর্মকর্তা সিনহুয়াকে বলেন, ‘এখানে মুনিওয়ার্ড গ্রামে জঙ্গি ও সরকারি বাহিনীর মধ্যে আজ সকালে এ বন্দুকযুদ্ধ শুরু হয়।’তিনি বলেন, ‘ওই এলাকায় দুই থেকে তিনজন জঙ্গি আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।’
কর্তৃপক্ষ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অনন্তনাগ শহরে চলাফেরার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে এবং এ জেলায় ইন্টারনেট সার্ভিস স্থগিত রেখেছে।উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি ও ভারতীয় সৈন্যের মধ্যে গেরিলা যুদ্ধ চলছে
বাংলাপ্রেস /এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





আন্তর্জাতিক
গাজা শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রীকে ‘সুন্দরী’ বললেন ট্রাম্প
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস

আন্তর্জাতিক
ভারতের ৩ কাশির সিরাপের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস