
ভারত ও পাকিস্তানী সেনাদের মধ্যে গোলা বিনিময়

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস অনলাইন : : ভারত ও পাকিস্তানী সেনারা কাশ্মীর বিভক্তকারী লাইন অব কন্ট্রোল(এলওসি) বরাবর গতরাতে উভয় পক্ষ গোলা বিনিময় করেছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ১৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পুঞ্চ জেলায় এলওসি বরাবর উভয় পক্ষ গোলা বিনিময় করে।
ভারতীয় এক কর্মকর্তা বলেন, পাকিস্তানী সেনারা গতরাত ১০টার দিকে ভারতীয় সেনা ও স্থানীয়দের অবস্থান লক্ষ্য করে উস্কানিমূলকভাবে গতরাতে পুঞ্চ জেলায় মর্টার হামলা চালায়।ভারতীয় সেনা কর্মকর্তারা বলেন, তাদের পক্ষ থেকে এ হামলার যথাযথ জবাব দেয়া হয়েছে।
তারা বলেন, উভয় পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী এ লড়াই চলে।তবে কোন পক্ষ থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাপ্রেস /এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





আন্তর্জাতিক
গাজা শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রীকে ‘সুন্দরী’ বললেন ট্রাম্প
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস

আন্তর্জাতিক
ভারতের ৩ কাশির সিরাপের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস