১৪ অক্টোবর ২০২৫

ভারতীয় কুখ্যাত মাদক ও চোরাকারবারী বিজিবির হাতে আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভারতীয় কুখ্যাত মাদক ও চোরাকারবারী বিজিবির হাতে আটক

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ভারতের কুখ্যাত মাদক ব্যবসায়ী জাবের মালিথা (৪২) বিজিবির হাতে আটক হয়েছে। মঙ্গলবার রাতে মহেশপুরের খালিশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা তাকে অভিযান চালিয়ে চুয়াডাংগার জীবননগর উপজেলার গয়েশপুর উত্তরপাড়া থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম হেরোইন, বাংলাদেশী মোবাইল সিম ও ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়।

জাবের মালিথা ভারতের নদীয়ার কৃষ্ণগঞ্জ উপজেলার মেটেরী গ্রামের সাহার আলী মালিথার ছেলে। খালিশপুরের ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন প্রেরিত এক ই- মেইল বার্তায় বলা হয় গয়াসপুর গ্রামের একটি পুকুরের ধারে জাবের মালিথা অবস্থান করছিল। এ খবর পেয়ে ৫৮ বিজিবির অধীনস্থ গয়েশপুর বিওপির টহলদল সীমান্তের মেইন পিলার ৬৯ হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর উত্তরপাড়া থেকে তাকে আটক করতে সমর্থ হয়।

আটক জাবেরকে বুধবার দুপুরে মাদকদ্রব্য, মোবাইল এবং ভারতীয় পাসপোর্টসহ জীবননগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। উল্লেখ্য, জাবের মালিথা সীমান্ত এলাকা দিয়ে দীর্ঘদিন যাবত হেরোইন, গাঁজা, মদ, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য পাচার করে আসছে। এদিকে একই দিন জীবননগর উপজেলার উত্তর গয়েশপুর গ্রামের একটি বাঁশঝাড়ের মধ্যে হতে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন