১৪ অক্টোবর ২০২৫

ভেনিজুয়েলায় ক্লাবে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৮

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ভেনিজুয়েলায় ক্লাবে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৮

অনলাইন ডেস্ক: ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের জনাকীর্ণ একটি ক্লাবে সপ্তাহান্তে পদদলিত হয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। বুধবার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে ওই ক্লাবে পার্টি চলাকালে এ ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি/বাসস।

প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে কারাকাস ক্লাবে পার্টি চলছিল। এক পর্যায়ে পার্টিতে মারামারি বেধে যায় এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। এতে লোকজনের মধ্যে হুড়োহুড়ি শুরু হয় এবং পদদলনের ঘটনা ঘটে। ভেনিজুয়েলার স্বরাষ্ট্র ও বিচারমন্ত্রী নেসটর রেভেরল বলেন, ক্লাবটিতে স্কুল গ্রাজুয়েশন পার্টি হচ্ছিল। পার্টি চলাকালে কেউ একজন টিয়ার গ্যাসের বিস্ফোরণ ঘটায়। এতে ক্লাবটিতে থাকা পাঁচ শতাধিক মানুষ একসঙ্গে বের হওয়ার চেষ্টা করতে গেলে হতাহতের ঘটনা ঘটে। শনিবার রেভেরল জানিয়েছিলেন, এই ঘটনায় আট শিশু নিহত হয়েছে।

বুধবার এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আট জনকে আটক করা হয়। এদের মধ্যে এক যুবক কাঁদানো গ্যাস ছোড়ার করা স্বীকার করেছে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন