১৪ অক্টোবর ২০২৫

যে শর্তে ট্রাম্পের সঙ্গে আলোচনায় রাজি কিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
যে শর্তে ট্রাম্পের সঙ্গে আলোচনায় রাজি কিম

বাংলাপ্রেস ডেস্ক:  উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ট্রাম্পের সঙ্গে তার 'সুন্দর স্মৃতি' আছে, আমেরিকা যদি পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাহার করে নেয় তবে তিনি আলোচনার জন্য প্রস্তুত।

 

ট্রাম্পের প্রথম মেয়াদে তিনবার উচ্চপর্যায়ের শীর্ষ সম্মেলনে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন কিম।  এর পরে ২০১৯ সালে হানোইতে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র নিয়ে কী ধরনের ছাড় দিতে প্রস্তুত তা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলে দুদেশের মধ্যে আলোচনা ভেস্তে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি যে কিম তার নিষিদ্ধ অস্ত্র ত্যাগ করবেন,যা দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে প্রধান অসঙ্গতির বিষয় হয়ে দাঁড়িয়েছে। পিয়ংইয়ং-এর পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাতিসংঘের ধারাবাহিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কিমের বরাত দিয়ে বলছে, ‘যদি মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি দাবি ত্যাগ করে এবং বাস্তবতা স্বীকার করে সত্যিই আমাদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান চায়, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে না বসার কোনো কারণ নেই।’ তিনি আরও বলেন, ‘আমি এখনও ব্যক্তিগতভাবে বর্তমান মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভালো স্মৃতি ধারণ করে রেখেছি।’ কিমের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন সিউলের নতুন উদারপন্থি সরকার ট্রাম্পকে কিমের সঙ্গে সংলাপ পুনরায় চালু করার জন্য নেতৃত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছে। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন