
যোধপুরেই বিয়ে করতে চলছেন নিক-প্রিয়াঙ্কা


বাংলাপ্রেস অনলাইন: বাগদান সেরে ফেলেছিলেন চুপিসারে৷ অল্প কয়েকজন কাছের অতিথির দেখা মিলেছিল সেই অনুষ্ঠানে৷ এবার অপেক্ষা চার হাত এক হওয়ার৷ ঠিকই ধরেছেন নিক জোনাস আর প্রিয়াঙ্কার কথাই বলছি৷ কীভাবে এবং কোথায় জুটি বাঁধবেন দুজনে, তা নিয়ে আলোচনার শেষ নেই৷ সকলেই যেন মুখিয়ে রয়েছেন ‘দেশি গার্ল’-এর সাতপাকে বাঁধা পড়ার দিনটির অপেক্ষায়৷ এরই মাঝে মাথাচাড়া দিয়েছে নয়া গুঞ্জন৷ যোধপুরের মেহরানগড় কেল্লাতেই নাকি বিয়ে করতে চলেছেন তাঁরা৷
গত মঙ্গলবার রাজস্থানে যান নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া৷ মার্কিনি মনের মানুষের হাত ধরে যোধপুরের একাধিক কেল্লা ঘুরে দেখেন প্রিয়াঙ্কা৷ মেহরানগড় কেল্লাই নাকি সবচেয়ে বেশি মনে ধরেছে দুজনের৷ কাজের ব্যস্ততা নেই তাই কিছুটা সময় নিজেদের মতো করে কাটাতেই আচমকা যোধপুরে গিয়েছিলেন বলে দাবি প্রিয়াঙ্কার৷
তবে কানাঘুসো শোনা যাচ্ছে অন্য কথা, বেড়ানো নয় বরং বিয়ের জন্য আদর্শ ঠিকানার খোঁজেই নাকি ইতিহাসে মোড়া যোধপুরে আগমন লাভ বার্ডসের৷ ইনস্টাগ্রামে সেই ছবি পোস্টও করেছেন প্রিয়াঙ্কা৷
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন


.jpg)


