১৪ অক্টোবর ২০২৫

যোধপুরেই বিয়ে করতে চলছেন নিক-প্রিয়াঙ্কা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
যোধপুরেই বিয়ে করতে চলছেন নিক-প্রিয়াঙ্কা

বাংলাপ্রেস অনলাইন: বাগদান সেরে ফেলেছিলেন চুপিসারে৷ অল্প কয়েকজন কাছের অতিথির দেখা মিলেছিল সেই অনুষ্ঠানে৷ এবার অপেক্ষা চার হাত এক হওয়ার৷ ঠিকই ধরেছেন নিক জোনাস আর প্রিয়াঙ্কার কথাই বলছি৷ কীভাবে এবং কোথায় জুটি বাঁধবেন দুজনে, তা নিয়ে আলোচনার শেষ নেই৷ সকলেই যেন মুখিয়ে রয়েছেন ‘দেশি গার্ল’-এর সাতপাকে বাঁধা পড়ার দিনটির অপেক্ষায়৷ এরই মাঝে মাথাচাড়া দিয়েছে নয়া গুঞ্জন৷ যোধপুরের মেহরানগড় কেল্লাতেই নাকি বিয়ে করতে চলেছেন তাঁরা৷

গত মঙ্গলবার রাজস্থানে যান নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া৷ মার্কিনি মনের মানুষের হাত ধরে যোধপুরের একাধিক কেল্লা ঘুরে দেখেন প্রিয়াঙ্কা৷ মেহরানগড় কেল্লাই নাকি সবচেয়ে বেশি মনে ধরেছে দুজনের৷ কাজের ব্যস্ততা নেই তাই কিছুটা সময় নিজেদের মতো করে কাটাতেই আচমকা যোধপুরে গিয়েছিলেন বলে দাবি প্রিয়াঙ্কার৷

তবে কানাঘুসো শোনা যাচ্ছে অন্য কথা, বেড়ানো নয় বরং বিয়ের জন্য আদর্শ ঠিকানার খোঁজেই নাকি ইতিহাসে মোড়া যোধপুরে আগমন লাভ বার্ডসের৷ ইনস্টাগ্রামে সেই ছবি পোস্টও করেছেন প্রিয়াঙ্কা৷

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন