১৪ অক্টোবর ২০২৫

যুবককে গুলি করে হত্যার দায়ে ফ্রান্সে পুলিশ অভিযুক্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
যুবককে গুলি করে হত্যার দায়ে ফ্রান্সে পুলিশ অভিযুক্ত

বাংলাপ্রেস অনলাইন: ফ্রান্সের পশ্চিমাঞ্চলে কৃষ্ণাঙ্গ যুবককে বেআইনিভাবে গুলি করে হত্যার দায়ে এক পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। ওই পুলিশ সদস্য মঙ্গলবার সন্ধ্যায় আবুবকর ফোফানা নামের ওই যুবককে গুলি করে হত্যা করে। এ ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা চলছে। খবর এএফপি/বাসস। তার আইনজীবী এ কথা জানান।

এই দাঙ্গার মধ্যদিয়ে ফ্রান্সের সুবিধাবঞ্চিত শহর এলাকায় তরুণদের ওপর পুলিশের দমন-পীড়নের দীর্ঘদিনের অভিযোগের বিষয়টিই আবারও সামনে এলো। পুলিশ বলছে, ২২ বছর বয়সের ওই যুবককে গ্রেফতারের সময় আত্মরক্ষায় তিনি গুলি চালান। কিন্তু পরে তিনি ভুল করে গুলি চালানোর কথা বলেন। পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় নানতাসে গাড়ি থামিয়ে আবুবকর ফোফানার গলায় একটি গুলি করে। ওই এলাকাটি সংঘবদ্ধ অপরাধের জন্য চিহ্নিত।

সে গ্রেফতার এড়াতে এক পুলিশ কর্মকর্তার ওপর গাড়ি উঠিয়ে দেয়ার চেষ্টা করেছিলো বলে পুলিশ জানায়। পুলিশ বলেছে, নিহত আবুবকর সন্দেহভাজন মাদকপাচারকারী হিসেবে নজরদারিতে ছিলো। তবে এক প্রত্যক্ষদর্শী জানায়, গুলি চালানোর সময় তার গাড়িটি থামানো ছিল।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন