
যুক্তরাজ্য থেকে চুরি হওয়া সবচেয়ে দামি গাড়ি মিলল করাচিতে

-68df749487b90.jpg)
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাজ্য থেকে চুরি যাওয়া একটি বিলাসবহুল গাড়ি পাকিস্তানের করাচির রাস্তায় পাওয়া গেছে। ইন্টারপোল ম্যানচেস্টার বিষয়টি নিশ্চিত করে সিন্ধু পুলিশকে গাড়িটি উদ্ধারে সহায়তা করার অনুরোধ জানিয়েছে।
পুলিশ সূত্র জানায়, গাড়িটি ২০২২ সালের ২২ নভেম্বর যুক্তরাজ্যের হারোগেট শহর থেকে চুরি হয়েছিল।
ইন্টারপোল ম্যানচেস্টার থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ট্র্যাকিং ডিভাইসের সর্বশেষ সংকেত করাচির সাদ্দার ও করাচি করাঙ্গি সড়কের আশপাশে পাওয়া গেছে।
প্রথমদিকে গাড়িটির ট্র্যাকিং ডিভাইস যুক্তরাজ্যের লিডস শহরে সংযোগ হারায়। তবে গত ১১ ফেব্রুয়ারির সর্বশেষ রেকর্ডে দেখা যায়, গাড়িটি ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছে।
সিন্ধু পুলিশ সূত্রের দাবি, গাড়িটি উদ্ধারে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। ইন্টারপোলের অনুরোধের পর করাচির বিভিন্ন সম্ভাব্য স্থানে নজরদারি চালানো হচ্ছে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



সামরিক সংঘর্ষের পর আফগান সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি পাকিস্তানের

ভুটান থেকে বাংলাদেশ বিদ্যুৎ কিনলে দুই দেশেরই উপকার: হামু দর্জি

মিশরে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে গাজা শান্তিচুক্তিতে সই করলেন ট্রাম্প
